বক্তাবলীতে প্রয়াত শহিদুল্লাহ মাষ্টারের স্মরণ সভা অনুষ্ঠিত

বক্তাবলীতে প্রয়াত শহিদুল্লাহ মাষ্টারের স্মরণ সভা অনুষ্ঠিত

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম:  শহিদুল্লাহ মাষ্টার বেচে থাকবেন বক্তাবলীবাসীর হৃদয়ে। আমৃত্যু তিনি মানুষের জন্য কাজ করে গেছেন। সত্যিকার অর্থে তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর। তিনি বেঁচে থাকবেন তার কর্মে।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) সদর উপজেলার বক্তাবলীতে রামনগর হাজী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সাবেক শিক্ষক শহিদুল্লাহ মাষ্টারের  স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।

 

হাজী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আল আমিন ইকবাল এ স্মরণসভার আয়োজন করেন। স্মরণ সভায় বক্তব্য রাখেন রামনগর হাজী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আল আমিন ইকবাল, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নাছির উদ্দীন মাতবর, আব্দুল কাদির মাতবর, ব্যাংকার মোক্তার হোসেন, প্রকৌশলী আবু সাইদ রিংকু।

 

আরও উপস্থিত ছিলেন, নাজির মাহমুদ, রিয়াজ উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান শিশির, কামাল সরদার, ছফি উল্লা, মোতালেব মেম্বার, ছানাউল্লা, মনির হোসেন, হাজী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলী, মকবুল হোসেন শ্যামল, আল আমিন প্রমুখ।

 

এসময় তার কর্মজীবন’র বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। গত ১৪ সেপ্টেম্বর কিডনি জনিত কারনে নিজ বাসায় মারা যান সাবেক এ শিক্ষক। বক্তব্য শেষে প্রয়াত শহিদুল্লাহ মাষ্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন রামনগর দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম আব্দুল হক।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com