টিম খোরশেদের সহযোগিতায় অসহায় ৩ শিক্ষার্থী শিক্ষার সুযোগ পেল

টিম খোরশেদের সহযোগিতায় অসহায় ৩ শিক্ষার্থী শিক্ষার সুযোগ পেল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: টাকার জন্য বন্ধ হয়ে যাওয়া সিদ্ধিরগঞ্জের অসহায় তিন শিক্ষার্থীর পড়ালেখার সুযোগ করে দিয়েছেন নাসিকের আলোচিত কাউন্সিলর (করোনায় মরদেহ দাফন ও সৎকারে আলোচিত) মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
শুক্রবার দুপুরে শহরের মাসদাইর এলাকায় সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে তিন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ সহায় তুলেদেন কাউন্সিলর খোরশদ ও তার সহধর্মিনী আফরোজা খন্দকার লুনা।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক রানা মুজিব, দৈনিক যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু এবং বাংলা নিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
টাইম টু গিভ এবং নূর সুফিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় তিন শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতে তাদের পড়ালেখা চালিয়ে যেতে যেকোন সমস্যায় সহযোগিতার আশ্বাস দেন কাউন্সিলর খোরশেদ। অর্থাভাবে ওই তিন শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছিলো।
এ সময় কাউন্সিলর খোরশেদ বলেন, ‘আমরা মানবিক কর্মকাণ্ডে এভাবেই নিজেদের সম্পৃক্ত রাখতে চাই। যাতে করে একটি মেধাবী শিক্ষার্থীও যেন ঝরে না পরে। কারণ তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। আমরা চাই তারা যেন সব বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে পারে। এজন্য আমরা সব সময় এসব শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করবো।’
প্রসঙ্গত, হাবিবা আক্তার ও সুমাইয়া আক্তার দুইজন সরকারি তোলারাম কলেজে ভর্তি সুযোগ পেয়েও অর্থভাবে ভর্তি হতে পারছিলেন না। কারণ তাদের বাবা তাদেরকে ঘর থেকে বের করে দেন তারা ৬ বোন হওয়ায়। আর তাদের মা আদমজী ইপিজেডের বেকা গার্মেন্টেসে চাকরি করে সংসার চালাতে খুব কষ্ট হয়। তাদের মধ্যে হাবিবা মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৪.৫২ ও সুমাইয়া জিপিএ ৪.৭১ নম্বর পেয়ে এসএসসি পাশ করেন। এছাড়াও অন্য আরো দুই বোন পঞ্চম শ্রেনিতে পড়ালেখা করেন।
আরেক শিক্ষার্থী আয়েশা আক্তারও টাকার অভাবে ভর্তি হতে না পেরে এক গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজে যোগ দিয়েছিল। তার বাবা সম্প্রতি নিখোঁজ হন। এখনো তার বাবাকে পাওয়া যায়নি। শিক্ষা অনুদান পাওয়া তিন শিক্ষার্থী বলেন, টিম খোরশেদ এর শিক্ষা সহায়তা পাওয়ায় আল্লাহর রহমতে আমাদের শিক্ষা জীবন রক্ষা পেল।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com