আ’লীগ নেতা ছলিমউদ্দিনের উদ্যোগে লিপি ওসামানের সুস্থতা কামনায় দোয়া

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বক্তবলী ইউনিয়নের কানাইনগর গ্রামে আওয়ামীলীগ নেতা ছলিমউদ্দিনের উদ্যোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (১৮সেপ্টেম্বর) বিকালে কানাইনগর আওয়ামীলীগ অফিসে এই দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে লিপি ওসমান ও তার পরিবারের সদস্যদের জন্য সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃহালিম, কামরুল হাসান রিয়াদ, লাল কামাল, নুুরুহোসেন, যুবলীগ নেতা আক্তার হোসেন, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম সুুমন।
আরো উপস্থিত ছিলেন আঃরহিম, আমজাদ হোসেন, নাঈম, সাকিব, সাকিল, হাফিজুল, মুসা, আল মামুন, জোনায়েদ, ইসমাইল, মেরাজ, আরিফুল প্রমূখ।