সিদ্ধিরগঞ্জে ২ শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর

সিদ্ধিরগঞ্জে ২ শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: হারিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করলেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক।
উদ্ধারকৃত দুই শিশু হলো- ভূঁইয়া পাড়া তাঁতখানা এলাকার আব্দুল হান্নানের মেয়ে  মরিয়ম আক্তার (৭) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার দ্বীন ইসলাম আনসারীর ছেলে  মাদ্রাসা ছাত্র সাইফুল্লাহ আল মুজাহিদ (৭)।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ফারুক জানান, হারিয়ে যাওয়া শিশুদের পরিবারের সদস্যরা থানায় এসে বিস্তারিত জানালে আমরা দ্রুত শিশুদের উদ্ধারে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মরিয়মকে ঢাকার তেজগাঁও এলাকা থেকে এবং অপর মাদ্রাসা ছাত্র সাইফুল্লাহ আল মুজাহিদকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভূঁইয়া পাড়া তাঁতখানা এলাকা থেকে মরিয়ম হারিয়ে যায়। পরবর্তীতে শনিবার ১৩ সেপ্টেম্বর ঢাকার তেজগাঁও এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং রোজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ভূইঘর মিছির আলী হাফিজীয়া মাদ্রাসা থেকে সাইফুল্লাহ আল মুজাহিদ হারিয়ে গেলে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন অভিযান চালিয়ে কয়েকঘন্টার মধ্যেই জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com