রামনগর’র সাবেক পঞ্চায়েত প্রধান শহিদ উল্লাহ মাষ্টার আর নেই

রামনগর’র সাবেক পঞ্চায়েত প্রধান শহিদ উল্লাহ মাষ্টার আর নেই

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: প্রেসবাংলা২৪.কম এর সহ সম্পাদক ইকবাল হোসেন’র বড় মামা রামনগর গ্রামের সাবেক পঞ্চায়েত প্রধান ও সাবেক শিক্ষক আলহাজ্ব শহিদ উল্লাহ মাষ্টার আর নেই। ইন্নালিল্লাহি ……………. রাজিউন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১২:৪৫ নিজ বাসভবনে মারা যান। পরে সকাল ৯ টায় জানাজা শেষে মোক্তারকান্দি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ ছেলে ও ৩ মেয়ে ১ স্ত্রী সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

 

প্রেসবাংলা পরিবার তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রেসবাংলা সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান বলেন, বক্তাবলীবাসী একজন আদর্শবান, সৎ নিষ্ঠাবান সমাজকর্মীকে হারিয়েছে যা কখনো পুরন হবার নয়। তিনি ছিলেন বক্তাবলীর মানুষের অত্যন্ত প্রিয় একজন মানুষ। আমরা তার মৃত্যুতে গভীর শোক জানচ্ছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com