৫’শ কোটি টাকা পানির জন্য দিয়ে দিয়েছি, ১বছর ধৈর্য্য ধরতে হবে : মেয়র আইভি

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ‘ওয়াসা আমি মাত্র নিয়েছি, আমার সময় লাগবে আপনাদের বিশুদ্ধ পানি দেয়ার জন্য। আমি যেভাবে ওয়াসাকে নিয়েছে সবই নষ্ট। আমি আগামী ১ বছরের মধ্যেও আপনাদের পানি দিতে পারবোনা, কারণ এখানে কাজ অনেক। আমি পুরো ৫শ কোটি টাকা পানির জন্য দিয়ে দিয়েছি। শুধুমাত্র আপনাদের একটু ধৈর্য্য ধরতে হবে। পানি শীতলক্ষ্যা থেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের পানি দেয়ার কথা। যেখানে যেখানে সমস্যা আছে সেগুলো আমরা দেখছি।’
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দরে রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রয়েলের উদ্যোগে ২শ বৃক্ষ রোপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
তিনি আরো বলেন, আমি পুরো ৫শ কোটি টাকা পানির জন্য দিয়ে দিয়েছি। শুধুমাত্র আপনাদের একটু ধৈর্য্য ধরতে হবে। পানি শীতলক্ষ্যা থেকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের পানি দেয়ার কথা। যেখানে যেখানে সমস্যা আছে সেগুলো আমরা দেখছি।’
এসময় তিনি বলেন, গাছ লাগানো খুব ছোয়াবের ব্যাপার। এ গাছ একদিন বড় হবে এ গাছের ছায়ায় এক সময় সবাই বসবে এবং দোয়া করবে। এ গাছের ফল যখন পাখি খাবে তখন সেই দোয়া করবে। এ ভালো কাজের উসিলায় হয়তো আপনার বেহেস্ত যাবার পথ সুগম হতে পারে। এসব ছোট ছোট ছোয়াবের জন্য আমরা অনেকে মুক্তি পেতে পারি। এ গাছ লাগানো যেমন ভাল কাজ, এ গাছের পরিচর্যা করাও ভালো কাজ।
আরও বলেন, ভোট দিলেই দায়িত্ব শেষ না। আমাদেরকে পরিচালিত করার দায়িত্ব আপনাদের। আমাদের কাজ কিভাবে আদায় করে নেবেন সেই দায়িত্ব আপনাদের। আমাদেরকে আরো অনেক বেশি গাছ লাগাতে হবে। যেহেতু এটি মুজিববর্ষ আর এই বছরের কার্যক্রম করোনার জন্য সীমিত করা হয়েছে। তবে গাছপালা লাগানোর যে কাজ রয়েছে সেগুলো আমাদের অব্যাহত রয়েছে। আমরা বিভিন্ন যায়গায় গাছ লাগাবো। এ বছরব্যাপী আমরা গাছ লাগাবো। প্রয়োজনে আমি আপনাদের গাছ দেব। যদি অবৈধ কোন কিছু থাকে তাহলে ভেঙ্গে ফেলবেন আমাকে বলার কি আছে।