সিদ্ধিরগঞ্জে আস-সুন্নাহ ফাউন্ডেশন’র ভ্যানগাড়ি ও নগদ অর্থ বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: করোনা ভাইরাসে (কোভিড-১৯) নিঃস্ব হয়ে পথে বসা অসহায় ও ভাসমান ব্যবসায়ীদের ভ্যানগাড়ি ও নগদ অর্থ সহায়তা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন নামে একটি সংগঠন। সংগঠনটির উদ্যোগে ৫০ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুরকে নতুন করে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে ১টি ভ্যান ও নগদ ৫ হাজার টাকা করে পুঁজি বিতরণ করেছে তারা।
শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকাস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে ভ্যানগাড়িগুলো ও অর্থ বিতরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর সভাপতিত্বে এতে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় আলোচক শায়খ আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, বিশিষ্ট্য টিভি উপস্থাপক শায়খ মাহমুদুল হাসান প্রমুখ।
আয়োজকরা জানায়, করোনায় ক্ষতিগ্রস্ত ভাসমান ব্যবসায়ীদেরকে দেয়া ভ্যানের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য আবেদনকারীর মহল্লার মসজিদের ইমাম ও একজন দায়িত্বশীল মানুষকে জামিনদারের দায়িত্বগ্রহণের শর্ত আরোপ করা হয়েছে। ১ বছর পর্যন্ত কোনো আবেদনকারী ভ্যান বিক্রয় বা হস্তান্তর করতে পারবেন না সহ এমন আরো কিছু লিখিত শর্তে ভ্যান ও নগদ পুঁজি বিতরণ করা হয়। এতে ভ্যান গ্রহিতাদের প্রশিক্ষণ দেন সরোবরের শরীফ আবু হায়ত অপু।
উল্লেখ্য, এছাড়াও করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ৪ হাজার পরিবারকে ১ মাসের খাদ্যদ্রব্য ও ১ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ সহায়তা এবং লকডাউনের সময় বেকার হয়ে যাওয়া ৭০০ উবার রাইডারকে ১ হাজার টাকা করে প্রদান করে সংগঠনটি।