সিদ্ধিরগঞ্জে বাসের ধাক্কায় প্রাইভেট কার উল্টে তিনজন আহত
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে স্বদেশ পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় প্রাইভেট কার উল্টে তিনজন আহত।
বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোঃ সাদ্দাম হোসেন জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া থেকে গুলিস্তান চলাচলকারি স্বদেশ পরিবহনের ঢাকামুখী একটি মিনিবাস বেপরোয়া গতিতে প্রাইভেটকারকে ধাাাক্ক দিলে মহাসড়কের উপর প্রাইভেটকারটি উল্টে যায়। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা চালকসহ ৩ জন আরোহী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় সাইনবোর্ডস্থ প্রো- এ্যাক্টিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।