আগামীকাল থেকে ঢাকা- না’গঞ্জ ট্রেন সার্ভিস চালুুু

নিজেস্ব প্রতিবেদক , প্রেসবাংলা২৪.কম: করোনা পরিস্থিতির কারনে নারায়ণগঞ্জ টু ঢাকা ট্রেন চলাচল বন্ধ থাকার দীর্ঘ ১৭০ দিন পর অবশেষে আগামীকাল থেকে চালু হতে যাচ্ছে । স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে যাত্রী উঠানোর নিয়ম থাকলেও ভাড়া থাকবে আগের মতোই। তবে, কমবে ট্রেনের সংখ্যা।
করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১৭০ দিন পরে ঢাকা-নারায়ণগঞ্জ রোডে আগামী ১০ সেপ্টেম্বর চালু হতে যাচ্ছে ট্রেন সার্ভিস।
গত ৯ সেপ্টেম্বর রেলওয়ের উপ-পরিচালক (ট্রাফিক ট্রান্সপোটেশন) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম ধাপে আগামী ১০ সেপ্টেম্বর থেকে চলবে নারায়ণগঞ্জ-ঢাকা রুটে লোকাল ট্রেন। এ জন্য যাত্রীদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে জারিকৃত নির্দেশনাসমূহ ও স্বাস্থ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে এক আসন ফাঁকা রাখতে হবে।
নারায়ণগঞ্জ স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, এক আসন ফাঁকা রেখেই ট্রেন চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে, ভাড়া থাকছে পূর্বের মতোই। ডেমু ট্রেনের জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকার ভাড়া হবে ২০ টাকা আর সাধারণ ট্রেনের জন্য ভাড়া হবে ১৫ টাকা করে।
এদিকে, অন্য সময় ১৬ জোড়া ট্রেন চলাচল করলেও ১০ সেপ্টেম্বর থেকে ১৫ জোড়া চলবে। সকালের প্রথম ট্রেনটি না চলার সম্ভাবনাই বেশি।