বক্তাবলী’র চেয়ারম্যান শওকত আলী’র রোগ মুক্তি কামনায় দোয়া

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম; ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বক্তাবলী ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের দোয়া ও খিচুড়ি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২৪ আগষ্ট ) বাদ জোহর হাজী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাছির সরদার ও সাধারণ সম্পাদক আল আমিন, নাজির হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান শিশির, হাজী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, নজরুল ইসলাম, কামাল সরদার, রিয়াজ উদ্দিন, মোঃ জামাল হোসেন, আমির হামজা, মোঃ সানাউল্লাহ, মোঃ ইয়ানুছ, মোঃ বাবুল, মোঃ আমির, মোঃ দুদু মিয়া, মোঃ বাতেন, হাসন, মোঃ আওলাদ হোসেন, প্রমুখ।
অনুষ্ঠানটি ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ নাছির মাতবর এর আয়োজনে অনুষ্ঠিত হয়।
সবশেষে মোনাজাতের মাধ্যমে দোয়া করেন রামনগর মধ্য পাড়া জামে মসজিদের ইমাম মোঃ ইয়াসিন।