বঙ্গবন্ধু’র জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলায় শহীদদের জন্য দোয়া কামনা
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম : নারায়ণগঞ্জে বন্দর থানা শ্রমিক লীগ’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫তম জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বাদ জুম্মা বন্দরে লক্ষারচর দক্ষিণ পাড়া জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল পালন করা হয়।
বন্দর উপজেলা জাতীয় শ্রমিক লীগ’র সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগ’র সাবেক প্রতিষ্ঠাতা সহ-সভাপতি রাফিয়ান আহমেদ’র সার্বিক তত্ত্ববধানে দোয়া ও মিলাদ মাহফিল শেষে খিচুরী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগ’র উপদেষ্টা কাজিম উদ্দিন প্রধান, জেলা শ্রমিক লীগ’র ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বাবুল, মহানগর শ্রমিক লীগ’র সহ-সভাপতি আলী হোসেন, আব্দুল মান্নানসহ স্থানীয় শ্রমিক লীগ ও আওয়ামীলীগ’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।