বক্তাবলীতে আ’লীগ নেতা শওকত আলী'র রোগ মুক্তি কামনা

বক্তাবলীতে আ’লীগ নেতা শওকত আলী’র রোগ মুক্তি কামনা

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী’র রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বক্তাবলী ইউনিয়ন যুবলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ২৩ আগষ্ট ) বাদ আছর কানাইনগর ছোবহানীয়া স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী’র সভাপতিত্বে ও আনোয়ার আলী’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আফাজুল ইসলাম ভুইঁয়া ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। অনুষ্ঠান আয়োজনে ছিলেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী যুবলীগ।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধা মতিউর রহমান, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুল হাই কানু, বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল বারেক মোল্লা নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাখাওয়াত হোহেন, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৈয়ব আলী ভুইঁয়া, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম মাস্টার, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বাছির সর্দার ও সাধারণ সম্পাদক আল আমিন, যুবলীগ নেতা ববি বাদল, যুবলীগ নেতা, রাশেদুল ইসলাম সুমন, আক্কাছ আলী, ছলিম উল্লাহ , আঃ মালেক, কৃষকলীগ নেতা মোঃ মোক্তার হোসেন, আব্দুস সামাদ, রিয়াদ চিসতি, আল আমিন, মোঃ আওলাদ হোসেন, যুবলীগ নেতা খোশ মোঃ খোকা, ওমর ফারুক, সাইদুর রহমান সেন্টু প্রমুখ।

সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কানাইনগর স্কুল এন্ড কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল করিম।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com