জিয়া ও তার পুত্র তারেক দুজনই হত্যাকারী : আল নাহিয়ান খান জয়
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: জিয়াউর রহমান ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের হত্যাকান্ডে জড়িত ছিলেন এবং তার কুলাঙ্গার পুত্র তারেক জিয়া ১৫ আগষ্টে বেঁচে যাওয়া জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করে হাওয়া ভবনে বসে। সেই ষড়যন্ত্রের বাস্তবায়ন ঘটায় ২১ আগষ্ট জাতির জনকের কন্যা
শেখ হাসিনা সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দকে হত্যার জন্য গ্রেনেড হামলা চালিয়ে। এ কুখ্যাত পলাতক তারেক জিয়াকে আদালত যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। কিন্তু আমরা এ সাজা মানতে পারিনা। আমরা চাই তারেক জিয়ার মৃত্যু দন্ড।
জাতীয় শোক দিবস উপলক্ষে আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় ২৩ আগষ্ট রবিবার দুপুরে আড়াইহাজার এস এম মাজহারুল হক অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয়।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী রাজীবুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২আসনের সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি তানজিদুল ইসলাম শিমুল, যুগ্ম সাধারন সম্পাদক শামই নোমান, সাংগঠনিক সম্পাদক মামুন বিন সাত্তার, মোঃ নাজিমউদ্দিন, উপ তথ্য ও গবেষণা সম্পাদক আঃ জাব্বার রাজ, উপ সাহিত্য সম্পাদক এস এম রিয়াদ হাসান, উপ কর্মসূচী ও পরিচালনা সম্পাদক আল ইমরান শুভ। এছাড়াও সাবেক ও বর্তমান
ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বলেন, জিয়া চেয়েছিলেন,বঙ্গবন্ধুকে হত্যা করে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে। জিয়া খন্দকার মোস্তাককে সাথে নিয়ে হত্যার ষড়যন্ত্র করেছিল। পরবর্তীতে হত্যাকন্ডের সাথে জড়িতদের জিয়া আশ্রয় প্রশ্রয় ও ভাল স্থানে প্রতিষ্ঠিত করে পুরস্কৃত করেছিল। খালেদা জিয়া, তারেক জিয়ারা ক্ষমতায় থেকে জঙ্গীদের প্রশ্রয় দিয়েছিল। তারা এখন ক্ষমতায় থাকলে আজ এদেশকে জঙ্গী রাষ্টে পরিণত করত। জাতির পিতার হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার নির্দেশে এদেশের সাধারণ সাধারণ মানুষের জন্য কাজ করছে। ছাত্রলীগ শিক্ষিত ও সুস্থ্য জাতি গঠনে ছাত্র ছাত্রীদের পথ প্রদর্শকের ভূমিকা রাখছে। শুরুতে প্রধান অতিথি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও নারায়ণগঞ্জ-২আসনের সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাবু ছাত্রলীগ নেতৃবৃন্দকে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও বৃক্ষ রোপন করেন।