আড়াইহাজারে ২০০ পিছ ইয়াবা সহ গ্রেফতার তিন
প্রতিনিধি আড়াইহাজারঃ- নারায়ণগঞ্জের আড়াইহাজারে কুখ্যাত জহিরুল ইসলাম জকু ডাকাত সহ ৩ ডাকাতকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাগেছে, ২২ আগস্ট শনিবার ভোররাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় অভিযান চালিয়ে এ ডাকাতদলের সদস্যদের গ্রেফতার করা হয়েছে।
আড়াইহাজার থানা পুলিশের উপপরিদর্শক শামীম জানান,গোপন সংবাদের ভিত্তিতে মারুয়াদী এলাকায় সড়কে অভিযান চালায় পুলিশের একটি টিম। সেখানে বেশ কয়েকজন ডাকাত ভোররাতে সড়কে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর সময় পুলিশ উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সুলপান্দি এলাকার হাফেজ মোল্লার ছেলে কুখ্যাত ডাকাত জহিরুল ইসলাম জকু (৩০),সোনারগা উপজেলার চন্দ্রগাও এলাকার মোতাহার হোসেনের ছেলে রাকিব (৩০) ও একই উপজেলার আমবাগ বেলাব এলাকার অনুকুলের ছেলে মিঠু(২৮) কে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের দেহ তল্লাসী করে ২০০ পিছ অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত জহিরুল ইসলাম জকু ডাকাতের বিরুদ্ধে ডাকাতি,হত্যা, মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে। জকু ডাকাতের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী পুলিশের আইজি,ডিআইজি ও এসপি অফিসে তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে আবেদন করে আসছিল বলে পুলিশ জানান। তাকে গ্রেফতারের খবরে এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জকু ডাকাতের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
আড়াইহাজারে মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রতিনিধি আড়াইহাজার(নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩৫) এক পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করেছে খাগকান্দা নৌপুলিশ।
খাগকান্দা নৌপুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক আকরাম হোসেন জানান,২১ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা ওয়াসা প্রজেক্টের উত্তরদিকে মেঘনা নদীতে এক পুরুষ ব্যক্তির লাশ ফেসে রয়েছে বলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে নৌপুলিশ রাতে ঘটনাস্থল থেকে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পুরুষ ব্যক্তি(৩৫) এর লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, নিহতের পরনে সাদাকালো চেক হাফ শার্ট ও হলুদ চেক লুঙ্গী পরিহিত ছিল। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত ব্যক্তির শারিরীক পরীক্ষা করে সে হিন্দু ধর্মের লোক বলে খাগকান্দা নৌপুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক আকরাম হোসেন জানান।
এব্যাপারে নৌপুলিশ বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
হারাধন চন্দ্র দে