শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আড়াইহাজারে দোয়া ও আলোচনা সভা

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কমঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে আড়াইহাজারে যুবলীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১আগস্ট শুক্রবার সকাল ১০টায় আড়াইহাজারে এস এম মাজহারুল হক অডিটরিয়ামে উপজেলা আওয়ামী যুবলীগ আয়োজিত দোয়া, অনুষ্ঠানে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আহমেদুল কবির উজ্জ্বলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিখি হিসেবে বক্তব্য রাখেন,আওয়ামীলীগ নেতা মিয়া মোঃ আলাউদ্দিন, মোঃ লিয়াকত হোসেন, মাহাবুবুর রহমান রোমান, মেয়র সুন্দর আলী,এম এ হালিম সিকদার, সিরাজুল ইসলাম ভূইয়া, মোজাম্মেল হক জুয়েল, ফরিদ পাশা, আমানউল্লাহ আমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুবলীগ নেতা শব্দর আলী, মোঃ মহিউদ্দিন, আনোয়ার হোসেন, এডভোকেট সুমন,মাইনুল হোসেন, বিল্লাল হোসেন, আনিছুর রহমান, এনামুল হক,মুঞ্জুর হোসেন,পনির হোসেন,দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম ভূইয়া।
আলোচনা সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দেশের এ বর্বরতম হত্যাকান্ডের বিস্তারিত তুলে ধরা হয়। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য সহ সকলের হত্যাকারীদের দেশে এনে রায় কার্যকরের দাবী জানানো হয় এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করা হয়। জাতির জনকের কন্যা বর্তমান প্রধানমন্ত্রি শেখ হাসিনা সহ আওয়ামীলীগ নেতাদের হত্যা প্রচেষ্টার এ গ্রেনেড হামলায় আওয়ামীলীগের বহু ত্যাগী নেতাকর্মী প্রাণ হারান। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। জড়িত হামলাকারীদের সকলের বিচারের রায় দ্রুত বাস্তবায়ন করার দাবী জানানো হয়।
পরে ১৫ আগস্টের শহীদদের ও ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণ করে সভায় দোয়া করা হয় এবং কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।