মাদক ও অপরাধীদের সাথে আপোষ নয়: আড়াইহাজারে এএসপি মাহিন
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ১৯ আগষ্ট বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে আড়াইহাজার থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার ‘গ’-অঞ্চল মাহিন ফরাজি।
সভায় বক্তব্য রাখেন-আড়াইহাজার পৌরসভার মেয়র আলহাজ্ব সুন্দর আলী, মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান আমানউল্লাহ আমান, হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন ভ’ইয়া,খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম, উচিৎপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমউদ্দিন মোল্লা, সাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ মাহমুদ, কাউন্সিলর মমিনুল ইসলাম শুভ, ইউপি সদস্য কাজল মেম্বার, মোঃ জুলহাস, ওছমানগণি, কুলসুম, সফিকুল ইসলাম, মাকমুদা আক্তার ও শাহনেওয়াজ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, গোপালদী তদন্ত কেন্দ্রের পরিদর্শক আজহার হোসেন। সভায় উপজেলায় সংঘটিত চুরি, ডাকাতি, মাদক বিক্রি, জুয়া খেলা ও আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের শো-ডাউনকে কেন্দ্র করে কিছু অপ্রীতিকর ঘটনাবলী তুলে ধরেন জনপ্রতিনিধিরা।
সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার ‘গ’-অঞ্চল মাহিন ফরাজি বলেন, পুলিশ জনতার বন্ধু। জনতার পাশে থেকে জনগণের জান-মালের নিরাপত্তা বিধান করাই পুলিশের প্রথম ও প্রধান কাজ। চোর,ডাকাত,মাদক বিক্রেতা,জুয়া খেলার সাথে জড়িত ও আইনশৃংখলার যারা অবনতি ঘটান তাদের সাথে কোন প্রকার আপোষ করা হবেনা।
তিনি বলেন, কিছু অপরাধীর জন্য সকলে কষ্ট করবেন তা আর হতে দেয়া যাবেনা। এখন থেকে প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে জনগণের সাথে পুলিশের সভা হবে
এবং এলাকার দুষ্টু ও খারাপ লোকদের তালিকা করে তাদেরকে আইনের আওতায় আনা হবে। পুলিশিং সেবা জনতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।