বন্যার্তদের সহায়তায় সিরাজগঞ্জ জেলা বিএনপির ত্রাণ বিতরণ

বন্যার্তদের সহায়তায় সিরাজগঞ্জ জেলা বিএনপির ত্রাণ বিতরণ

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম:   বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে  সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ আগস্ট) এই ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন,  করোনা দুর্যোগের সময় চলমান বন্যায় একদিকে দেশের অর্থনীতির অচলাবস্থা বিরাজ করছে ও রাষ্ট্রীয় অব্যবস্থাপনায় দেশের মানুষের সাধারণ জীবন ধারণ আজ সুগভীর সংকটে। বিএনপি জনগণের দল হিসেবে দেশের সকল সংকট ও দুর্যোগে অতীতের ন্যায় সাধারণ জনগণের পাশে আছে এবং তারই ধারাবাহিকতায় সারাদেশে অসহায় বন্যার্ত মানুষের সহায়তায় বিএনপির পক্ষ থেকে ত্রাণ ও খাদ্য সামগ্রী সহায়তা কর্মসূচী অব্যাহত আছে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে সকল বন্যাদুর্গত এলাকায় পর্যায়ক্রমে এই কর্মসূচির বাস্তবায়ন হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলার তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, যুগ্ন সম্পাদক মহিউদ্দিন রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সিনিয়র সহ-সভাপতি মুর্তজা ফামিন, যুগ্ন-সম্পাদক আকবর আলী জ্যাকি, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী, সহ-সভাপতি শাহান নাজমুস সাদাত, শফিক মাহমুদ তন্ময়, তরিকুল ইসলাম কনক, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য আতিকুর রহমান রাফি, শিশির সহ সিরাজগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com