আড়াইহাজারে ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক নারী মাদক বিক্রেতা সুমাইয়া(২৪) কে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
আড়াইহাজার থানার উপপরিদর্শক মুঞ্জুর হোসেন জানান, ৬ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান পুলিশের একটি দল। সেখানে মাদক বিক্রেতা সুমাইয়াকে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। পরে তার ঘর তল্লাসী করে সুমাইয়ার দেখানো একটি প্লাষ্টিকের প্যাকেট হতে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। ঐ সময় অন্য মাদক ব্যবসায়ী সুমাইয়ার স্বামী মাইনুল সহ কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় সুমাইয়া সহ পালিয়ে যাওয়া মাদক বিক্রেতাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
এব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বাকী মাদক বিক্রেতাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।