ফতুল্লায় দিনেদুপুরে ৬ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার চুরি

ফতুল্লায় দিনেদুপুরে ৬ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার চুরি

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম:  ফতুল্লার কাশীপুরে দিনেদুপুরে চুরি হয়েছে। অজ্ঞাত চোরের দল ঘরের তালা ভেঙে নগদ পৌনে ৬ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) কাশীপুর খিলমার্কেট উত্তর গোয়ালবন্দ এলাকার নজরুল ইসলাম বিপুর বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল থানার এস আই আমজাদ হোসেন অভিযোগের বরাত দিয়ে জানান, উত্তর গোয়ালবন্দ এলাকার নূর মিয়া নবাবের পুত্র গৃহকর্তা নজরুল ইসলাম বিপু গত মঙ্গলবার (৪ আগস্ট) পরিবার পরিজন নিয়ে বাংলাবাজার শশুর বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে তিনি ঘর তালাবদ্ধ করে কর্মস্থলে যান। কিন্তু দুপুরে বাড়িতে ফিরে দেখেন বাড়ির কেচি গেইটের ও ঘরের তালা ভাঙা। পরে তিনি দেখেন তার ওয়ারড্রবে রাখা ৫ লাখ ৭৫ হাজার টাকা ও আলমারিতে রাখা ৫ ভরি স্বর্ণালংকার নেই।

নজরুল ইসলাম বিপু জানান, ৫তলা ভবনের ৪র্থ তলায় পাশের ফ্লাটের ভাড়াটিয়া পরিবার পরিজন নিয়ে ঈদের আগের দিন গ্রামের বাড়িতে চলে যাওয়ায় ৪র্থ তলাটি পুরোই খালি ছিলো।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com