না’গঞ্জে পুকুর থেকে সিএনজিসহ এক যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন পুকুর থেকে সিএনজিসহ আব্দুল্লাহ (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর লাশ গুম করতে সিএনজিসহ পুকুরের পানিতে ডুবিয়ে দেয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বুধবার (৫ আগষ্ট) দুপুর আড়াইটায় ফতুল্লার মাসদাইর এলাকার পুকুর থেকে লাশটি উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ। নিহত আব্দুল্লাহ ওই এলাকার হানিফ মিয়ার ছেলে।
নিহতের বাবা হানিফ জানান, মঙ্গলবার বিকেলে আব্দুল্লাহ স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর তিনি ছেলেকে চড় থাপ্পর দিয়ে শাসন করেন। এরপর আবদুল্লাহ অভিমান করে বাসা থেকে বের হয়ে যায়।
তিনি বলেন, বুধবার ভোরে তার মোবাইলে একজন সিএনজি চালক ফোন করে বলে যে তার ছেলে আবদুল্লাহ ঢাকার গুলিস্তানে আছে। তবে তার কাছে সিএনজি ভাড়া নেই। তখন আমি ওই সিএনজি চালককে বলি আবদুল্লাহকে নিয়ে চাষাঢ়ায় এসে আমাকে ফোন দাও। আমি ভাড়া পরিশোধ করবো। এরপর আর কোন ফোন পাইনি।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, পুকুর থেকে লাশ উদ্ধার করা হলেও নিহতের পেটে পানি নেই। জীবিত অবস্থায় পানিতে ডুবিয়ে দিলে পেটে পানি থাকত। তাকে হত্যার পর সিএনজির পেছনের সিটে বসিয়ে পুকুরে ফেলে দেয়া হয়।
ওসি আসলাম হোসেন আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি। কারা হত্যাকান্ডের সাথে জড়িত এবং কি কারণে হত্যা করা হয়েছে সে বিষয়টি নানাভাবে খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।