সিদ্ধিরগঞ্জে পশুর হাটে মাস্ক না পড়ায় ১০ জনকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে পশুর হাটে মাস্ক না পড়ায় ১০ জনকে জরিমানা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম:  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৩টি অস্থায়ী কোরবানীর পশুর হাটে মাস্ক না পড়ায় ১০ জনকে এক হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। এ ছাড়াও বয়স্ক গরুর বেপারীদের মধ্যে যারা মাস্ক পড়েনি তাদেরকে জরিমানা না করে তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ২নং ঢাকেশ্বরী অস্থায়ী পশুর হাট ও চৌধুরীবাড়ি অস্থায়ী পশুর হাটসহ তিনটি হাটে এ অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ বলেন, করোনার এ পরিস্থিতিতে হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সিদ্ধিরগঞ্জের তিনটি পশুর হাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পড়ার অপরাধে ১০ জনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে মাস্ক পড়ানো হয়েছে। এছাড়াও হাটগুলোতে কোরবানী পশু নিয়ে আসা বয়স্ক পাইকারদের মধ্যে যারা মাস্ক পড়েননি তাদের মধ্যে অর্ধশত মাস্ক বিতরণ করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com