ফতুল্লা থানা মৎসজীবী দলের পক্ষ থেকে রাসেল প্রধানের ঈদ শুভেচ্ছা
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ঈদুল আযহা উপলক্ষে ফতুল্লার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা মৎসজীবী দলের সদস্য সচিব মোঃ রাসেল প্রধান।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, কোরবানির প্রকৃত রূপ হলো মনের গভীরে আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া নিয়ে প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা । ঈদ সহমর্মিতা, শান্তি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদ হল শান্তি সম্প্রীতির উৎসব। আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা রইল। তিনি সকলের কল্যাণ কামনা করেন।
তিনি আরো বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা সবাই যেন সতর্কতার সাথে ঈদ আনন্দ উৎযাপন করি । ঈদ আনন্দ যেন আমাদের দুঃখে পরিনত না হয় সেই জন্য সবাই সতর্ক থাকতে হবে। সবার মঙ্গল ও সুস্থ্যতা কামনা করছি সবাইকে ঈদের শুভেচ্ছা।
“ঈদ মোবারক”