ফতুল্লাবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন শওকত আলী
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম; পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বক্তাবলী ফতুল্লা ও নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযাহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত আলী ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বিশ্বব্যাপী কোভিড ১৯ করোনা ভাইরাস সংক্রমণের ফলে এ বছর ঈদুল আযহা ভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে উদযাপিত হতে যাচ্ছে। নিজ ও নিজের পরিবার এবং দেশ ও দেশের মানুষের স্বার্থে স্থ্যাস্থ বিধি মেনে চলতে হবে সবাইকে।
তিনি আরো বলেন, আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সংযম হওয়াই কোরবানির মর্মবাণী। কোরবানির শিক্ষা হৃদয়ে ধারন করে মানুষের কল্যানে নিজেকে উৎসর্গ করা সকলের কর্তব্য । ঈদ মানে শান্তি ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে সকল মানুষকে সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল আযহার শিক্ষার প্রতিফলন হোক এই কামনা করছি। পরিশেষে আবারও নারায়ণগঞ্জ ফতুল্লা বক্তাবলী সহ- দেশের সকল ধর্মপ্রাণ মুসলমান এবং সর্বস্তরের জনগণকে জানাই ঈদের শুভেচ্ছা।
“ঈদ মোবারক”