বক্তাবলীবাসীকে আফাজউদ্দিন ভুঁইয়া’র ঈদ শুভেচ্ছা

বক্তাবলীবাসীকে আফাজউদ্দিন ভুঁইয়া’র ঈদ শুভেচ্ছা

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: পবিত্র ঈদুল আযহায় বক্তাবলীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আফাজউদ্দিন ভুঁইয়া।

এক শুভেচ্ছা বার্তায় আফাজ উদ্দিন বলেন, ‘ঈদ সাম্যের, ঈদ সম্প্রীতির, ঈদ সকলের’। পবিত্র ঈদুল আযহায় সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি। ধনী গরীব ভেদাভেদ ভুলে সকলে এককাতারে শরীক হোক। ত্যাগের শিক্ষা থেকে সবাই শিক্ষাগ্রহণ করে মানবতার কাজে অগ্রগামী হই।

 

তিনি আরো বলেন,পবিত্র ঈদুল আযহার উসিলায় সৃষ্টিকর্তা দেশ থেকে এই করোনা মহামারী দূর করে দিন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com