সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ করে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবকলীগের উদ্যোগে থানা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা, বৃক্ষরোপণ, কেক কাটা ও দোয়ার মধ্যে দিয়ে সংগঠনটির ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীরা।
সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ, থানা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, থানা আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক মাকসুদা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, করোনায় আমাদের দেশের সকল শ্রেনীর মানুষ যেখানে আতঙ্কে রয়েছে সেখানে মাদক ব্যবসায়ীরা জমজমাট মাদক ব্যবসা করে যাচ্ছে। কিছু কিছু মাদক ব্যবসায়ীরা আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন মাদক ব্যসায়ীদের সাথে আমাদের কোনো আপোষ নেই। সে যে দলেরই হোক না কেনো তাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-থানা সেচ্ছাসেবকলীগ নেতা হাজী জহিরুল হক, নজরুল প্রধান, ইলিয়াস মোল্লা, আরজু ভূইয়া, আহম্মেদ আজিজ, নূরে আলম, শাহ্জালাল, মহিউদ্দিন, সাইফুল, লিটন শিকদার ,জিসান গাজী,আলমগীর হোসেন প্রমুখ।