ফতুল্লায় ভিজিএফ'র চাল বিতরণ শুরু ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদে ভিজিএফ কর্মসূচীর অধীন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ পরিবাদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ উদ্বোধন করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

ফতুল্লায় ভিজিএফ’র চাল বিতরণ শুরু

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদে ভিজিএফ কর্মসূচীর অধীন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ পরিবাদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে।

 

সোমবার (২৭ জুলাই) সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ উদ্বোধন করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, ট্যাগ অফিসার ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সুরাইয়া ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ সহকারি প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, ৬নং ওয়ার্ড সদস্য আলী আকবর, ৭নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম সেলিম, ৯নং ওয়ার্ড সদস্য মো. ইউসুফ ও হায়মত আলী।

 

ফতুল্লা ইউনিয়নে বসবাসকারি মোট ৬ হাজার ৪ শত ৭৭টি দুঃস্থ পরিবারের মঝে ১০কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন ফতুল্লা ইউপি সচিব রায়হান ভূঁইয়া কাজল

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com