প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গিকার আগামী দিনে দুঃখি মানুষের পাশে দাড়াবো : জুয়েল
নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও করোনা কালীন সময়ে মৃত্যুবরণকারী রাজনৈতিক বীর সন্তানদের রুহের মাগফেরাত কামনায় মহানগর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ২নং রেইল গেটস্থ দলীয় কার্যালয়ে মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জুয়েল হোসেনের সভাপতিত্বে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল বলেন, প্রথমে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেতাম না। সেই জাতির জনকের কণ্যা বিশ্ব মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আজ ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী । এমন এক সময় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হচ্ছে যখন দেশ মহামারী করোনায় আক্রান্ত। আল্লাহ পাক নিশ্চই এই মহামারী থেকে আমাদের পরিত্রাণ করবেন ।
জুয়েল বলেন, আপনারা জানেন এখন চলছে দুঃসময়। করোনা ভাইরাস নামে একটি রোগ দেশকে থমকে দিয়েছে। এমতাবস্থায় অনেক অসহায় পরিবার না খেয়ে আছে। আমরা করোনাকালে যারা সমস্যায় ছিলো ও অসুস্থ ছিলো তাদেরকে আমরা উপহার সামগ্রী প্রদান করেছি। বিভিন্ন ওর্য়াড ও সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবকরা দিয়েছে। আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা অঙ্গিকার করছি আগামী দিনে দুঃখি মানুষের পাশে দাড়াবো ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, দুর্ণিতির বিরুদ্ধে সরকার আজ জিরো টলারেন্স নীতিতে অটল। মহামারী করোনার সময় যারা দুর্ণিতির আশ্রয় নিয়েছেন তারা বিপথগামী । যারাই দুর্ণিতি করবেন প্রধানমন্ত্রী কাউকে ছাড় দিবেন না।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ন -সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, আমিনুল ইসলাম রাজু, সহ-প্রচার সম্পাদক উজ্জল দে, সাংগঠনিক সম্পাদক মাকসুদ হোসেন রকি, ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা নোমান আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে করোনা কালীন সময়ে মৃত্যুবরণকারী রাজনৈতিক বীর সন্তানদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন হাফেজ মাওলানা আব্দুল বারী।পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দ।