আড়াইহাজারে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের চেক প্রদান

আড়াইহাজারে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের চেক প্রদান

 

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলাধীন আড়াইহাজার উপজেলায় জাপানীজ অর্থনৈতিক অঞ্চলের জন্য অধিগৃহীত ভূমির ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলার ছনপাড়ায় এ চেক হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। এছাড়াও ভিডিও কনফারেন্সে যুক্ত হন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো.সোহাগ হোসেন, সাতগ্রাম ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেন, ওসি (তদন্ত) শওকত হোসেনসহ আরও অনেকে।

সোমবার ১৩ জন ক্ষতিগ্রস্থ ভূমি মালিককে জমি ও অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি ৫৩ লক্ষ ৫৫ হাজার ১শ টাকার চেক হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, আড়াইহাজারের ছনপাড়া ও পাচঁরুখীতে এক হাজার জমির উপর জাপানীজ অর্থনৈতিক অঞ্চলের কাজ চলমান রয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com