চামড়ার ন্যায্যমূল্য ও কওমী মাদ্রাসা খুলে দেয়ার দাবীতে মানববন্ধন

চামড়ার ন্যায্যমূল্য ও কওমী মাদ্রাসা খুলে দেয়ার দাবীতে মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪ডটকম: গরিবের হক কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য ও কওমী মাদ্রাসার সকল বিভাগ খুলে দেয়ার দাবীতে ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৬ই জুলাই) সকালে নগরীর চাষাড়ার প্রেস ক্লাবের সামনে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মোঃ দ্বীন ইসলাম’র সভাপতিত্বে এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওলামা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল আউয়াল।

 

তিনি বলেন, ঈদের পরে পূর্ণাঙ্গভাবে কওমী মাদ্রাসা খুলে না দিলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। স্বাস্থ্যবিধি মেনে কওমী মাদ্রাসার সকল বিভাগ খুলে দেওয়া এখন মাত্র সময়ের দাবি। দীর্ঘদিন লকডাউনে থাকার কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় অনেক পিছিয়ে পড়েছে। তাছাড়াও লক্ষ লক্ষ শিক্ষক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের সার্বিক দিক বিবেচনা করে মাদ্রাসার সকল বিভাগ খুলে না দিলে পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে ধাবিত হবে।

 

তিনি আরও বলেন, চামড়ার বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারের ব্যর্থতা জনগণ কখনই মেনে নেবে না। অনতিবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। গরিবের হক কোরবানীর পশুর চামড়া নিয়ে গত কয়েক বছর যাবত সরকারের উদাসীনতা আমাদের মর্মাহত করেছে। কওমী মাদ্রাসার আয়ের একটি অন্যতম মাধ্যমকে যারা ধ্বংস করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে, চামড়ার বাজারকে পূর্বের ন্যায় ন্যায্য মূল্যে ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোড় দাবি জানাচ্ছি।

 

এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, দেওভােগ মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি আব্দুর রহমান, দ্বীনি সংগঠন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মাদ মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি ডা. মুহা. মিজানুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগরের সভাপতি আলহাজ্ব শেখ হাসান আলী ও ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এম. শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com