বক্তাবলীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যাবসায়ী হালিম গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যাবসায়ী ও ফতুল্লা থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হালিমকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
২৩ জুলাই (বৃহস্পতিবার) বিকালে বক্তাবলী মধ্যনগর এলাকা থেকে ফতুল্লা মডেল থানার এ এস আই তাইজুল ইসলাম এর একটি টিম ওয়ারেন্টভুক্ত আসামী হালিমকে গ্রেফতার করেন।
জানা যায়, হালিম বক্তাবলী এলাকার মধ্যনগর গ্রামের মৃত সেকান্দরের ছেলে। তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাসী ও ভুমিদস্যুতাসহ একাধিক অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার এ এস আই তাইজুল ইসলাম জানান, মামলার আসামী হালিম এর বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।