সাভার উপজেলার নতুন নির্বাহী অফিসার শামীম আরা নীপা

সাভার উপজেলার নতুন নির্বাহী অফিসার শামীম আরা নীপা

তপু ঘোষাল, সাভার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ঢাকা জেলার সাভার উপজেলা নির্বাহী অফিসারকে বাণিজ্য মন্ত্রণালয় বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা।

সাভারের নির্বাহী অফিসার পারভেজ রহমানকে বাণিজ্যমন্ত্রণালয়ের বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে।

২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ বদলি করা হয় ।

উল্লেখ্য, সাভার উপজেলা পরিষদের প্রথম বারের মতো কোনো নারী নির্বাহী অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছেন। শামীম আরা নীপা ২৯ ব্যাচের ক্যাডার বলে জানা গেছে। তিনি সর্বশেষ টাংগাইলের কালিহাতী উপজেলার নির্বাহী অফিসার হিসাবে সততা ও দক্ষতার সাথে দায়ীত্ব পালনের মাধ্যমে বেশ প্রসংশা অর্জন করেছেন। চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধেও অসামন্য ভুমিকা পালন করেছেন। সংক্রমণের হাত থেকে সুরক্ষিত রেখেছেন কালিহাতীর সর্ব সাধারণকে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com