না’গঞ্জে গত ২৪ ঘন্টায়  মৃত্যু ১, মোট মৃত্যু ১২৫

না’গঞ্জে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ১, মোট মৃত্যু ১২৫

 

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৭৭৯ । গত ২৪ ঘন্টায়  মৃত্যু ১, মোট মৃত্যু ১২৫ জন।

বুধবার (২২ জুলাই) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে।

 

 বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টায় (২১ জুলাই সকাল ৮টা হতে ২২ জুলাই সকাল ৮টা পর্যন্ত)- এ জেলায় ১৫৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট নমুনা সংগ্রহ হলো ৩০,৩১৭ জনের। নতুন আক্রান্ত হয়েছেন ৭ জন, মোট আক্রান্ত ৫,৭৭৯ জন। জেলায় নতুন করে সুস্থ ০ জন, মোট সুস্থ ৫,২৬১ জন। মোট মৃত্যু হয়েছে ১২৫ জনের।

 

করোনায় প্রাণ হারিয়েছেন – আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ৬৭, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর। উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৩, সোনারগাঁও উপজেলায় ১৮ জন। পুরো জেলায় ১২৪ জন।

 

নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৫৫০, বন্দর উপজেলায় ২৩৫, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ২০০০, রূপগঞ্জ উপজেলায় ১১৪৬, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৩৪৬ ও সোনারগাঁও উপজেলায় ৫০২জন। পুরো জেলায় মোট আক্রান্ত ৫,৭৭৭ জন।

 

এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৫০৭, বন্দর উপজেলায় ১৯৩, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ১৮২৪, রূপগঞ্জ উপজেলায় ১০৩০, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১২৫১ ও সোনারগাঁও উপজেলায় ৪৫৬ জন। পুরো জেলায় ৫২৬১ জন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com