সাহাবউদ্দিন মেডিকেলের এমডিসহ ৩জনের ৫ দিনের রিমান্ড

সাহাবউদ্দিন মেডিকেলের এমডিসহ ৩জনের ৫ দিনের রিমান্ড

ঢাকা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: করোনার পরীক্ষা নিয়ে প্রতারণা করার মামলায় গ্রেফতার সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামসহ তিনজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

মঙ্গলবার (২১জুলাই) ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এই রিমান্ড আদেশ দেন।

রিমান্ডের অপর দুই আসামি হলেন- সহকারী পরিচালক ডা. মোহাম্মদ আবুল হাসনাত ও ইনভেন্টরি অফিসার শাহজির কবির সাদি।

এর আগে ফয়সাল আল ইসলামসহ গ্রেফতার তিন জনকে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। গুলশান থানায় তাদের বিরুদ্ধে করা মামলার মূল রহস্য উদঘাটনের জন্য ৭ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার দুপুরে সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ফয়সাল আল ইসলামকে গুলশান থানায় হস্তান্তর করে র‌্যাব। সোমবার রাতে বনানীর একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস পরীক্ষার অনুমতি স্থগিত করা হয়েছিল। এরপরও রাজধানীর গুলশান-২ এর এ হাসপাতালটিতে করোনা পরীক্ষা করা হচ্ছিল। এ ছাড়া অনুমতি ছাড়াই র‌্যাপিড কিট দিয়ে করোনা আক্রান্ত রোগীর অ্যান্টিবডি পরীক্ষা করে আসছিল হাসপাতালটি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com