বন্দরে ফেন্সিডিলসহ ২মাদক কারবারিকে গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বন্দরে র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সুমন মোল্লা (২০) ও হাবিবুর রহমান সোহেল (৫০)।
রবিবার রাতে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের বন্দর উইলসন রোডের আল মদিনা মুদি দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব সদস্যরা গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকা ও মাদক ব্যবসা কাজের ব্যবহারকৃত দুইটি মোবাইল সেট জব্দ করে।
সোমবার (২০ জুলাই) বন্দর থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে ও কাল তাদের কোর্টে প্রেরণ করা হবে।