আড়াইহাজারে করোনা উপসর্গে শিশুর মৃত্যু!
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে করোনা উপসর্গে (জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত) হয়ে আবির (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
১৫ জুলাই বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের বগাদী কান্দাপাড়া গ্রামের আবু মিয়ার শিশু ছেলে আবির এর মৃত্যুর ঘটনা ঘটে।
জানা গেছে, আবির ৫/৬ দিন যাবৎ জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়েছিল। তার পিতা- মাতা তাকে বাড়িতেই বিভিন্ন জ্বরের ঔষধ সেবন করিয়ে জ্বর সারানোর চেষ্টা করে। কিন্তু আবিরের জ্বর কমছিলনা। বিগত ৩দিন যাবৎ জ্বরের সাথে সর্দিতেও সে আক্রান্ত হয়।
১৫ জুলাই বুধবার দুপুর থেকে তার শ্বাসকষ্ট দেখাযায়। সন্ধ্যা ৬টার দিকে তার প্রচন্ড শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার সময়ই বাড়িতে তার মুত্যু হয়।
শিশুটির পিতা আবু মিয়া জানান আবিরই তার একমাত্র পুত্র সন্তান ছিল। আবিরের মৃত্যুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।