সেভেন মার্ডারে নিহত নজরুলের শ্বশুর আর নেই!

সেভেন মার্ডারে নিহত নজরুলের শ্বশুর আর নেই!

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বহুল আলোচিত সেভেন মার্ডারে নিহত নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম চেয়ারম্যান ইন্তেকাল করেছেন।

 

শুক্রবার (১১ জুলাই) বিকালে ঢাকার আজগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

শহীদুল ইসলাম চেয়ারম্যানের বড় ছেলে নারায়ণগঞ্জ জেলার সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম জানায়, আমার বাবার সকাল থেকে আমাশয় হচ্ছিল। শরীরের অবস্থা অবনতি হলে বাবাকে আমরা ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি ইন্তেকাল করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল বেলা দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে ছয়টি লাশ, পরদিন মেলে আরেকটি লাশ। নিহত অন্যরা হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম ও চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম। নিহত নজরুল ইসলামসহ ৭ খুনের বিচারের দাবীতে উত্তাল ছিলো ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক। তখন ন্যায় বিচারের দাবিতে মূল ভূমিকা পালন করে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক এই চেয়ারম্যান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com