বন্দর রেললাইন বাবরী জামে মসজিদ কমিটির নির্বাচন সম্পন্ন

বন্দর রেললাইন বাবরী জামে মসজিদ কমিটির নির্বাচন সম্পন্ন

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: উৎসব মুখর পরিবেশে বন্দর রেললাইন বাবরী জামে মসজিদ কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

১০ জুলাই শুক্রবার সকাল ৯টায় বন্দর রেললাইন এলাকায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেও সাধারন পদে নির্বাচন হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। মাত্র ৪ ভোটের ব্যবধানে প্রতিপক্ষ উজ্জলকে হারিয়ে আব্দুল সালাম মিয়া সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়।

জানা গেছে বন্দর রেললাইন বাবরী জামে মসজিদ মোট ভোটার সংখ্যা হলো ১২৮ জন। এর মধ্যে  ১০৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে ৩টি ভোট বাতিল বলে গন্য হয়। ১০৬টি ভোটের মধ্যে আব্দুল সালাম ৫৫টি ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়। প্রতিপক্ষ উজ্জল পেয়েছে ৫১টি ভোট। নির্বাচনের দায়িত্বে ছিলেন বন্দর  থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ ও জাপা নেতা মাঈন উদ্দিন মানুসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com