বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জনী আটক

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ জনী (২৮) নামে এক মাদককারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
৯ জুলাই বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ বটতলা এলাকা থেকে ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
এ ব্যাপারে ডিবি পুলিশরে উপ-পরির্দশক আনিসুর রহমান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১০(৭)২০। আটককৃত মাদক ব্যবসায়ী জনী বন্দর উপজেলার লাঙ্গলবন্দ নগর এলাকার খাজা রশিদ মিয়ার ছেলে। আটককৃত ইয়াবা কারবারীকে শুক্রবার সকালে ডিবি পুলিশ বন্দর থানায় হস্তান্তর করলে বন্দর থানা পুলিশ আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে ।