সিদ্ধিরগঞ্জে র্যাবের হাতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ আঃ সালাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুর ৩টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় চাঁন সুপার মার্কেট এ অভিযান চালিয়ে ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব-১১ এর একটি অভিযানিক দল।
গ্রেফতারকৃত মাদক কারবারি আঃ সালাম শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার পাবরাই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত মাদক কারবারি আঃ সালামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব।