না’গঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ২ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৫ হাজার ৩৪৩ জন। মৃত্যু হয়েছে ১১৭ জনের।

না’গঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ২ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৫ হাজার ৩৪৩ জন। মৃত্যু হয়েছে ১১৭ জনের।

 

সোমবার (৬ জুলাই ) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে।

 

রোববার সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫,২২৩ জন। মোট সুস্থের সংখ্যা ছিল ৩,৯৩৯ জন। মোট মৃত্যু ১১৫।

 

সোমবার স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টায় (৫ জুলাই সকাল ৮টা হতে ৬ জুলাই সকাল ৮টা পর্যন্ত)- এ জেলায় ৩২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট নমুনা সংগ্রহ হলো ২৬,৬২১ জনের। নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ২০ জন, মোট আক্রান্ত ৫,৩৪৩ জন। মোট সুস্থ ৩,৯৩৯ জন। নতুন করে মৃত্যু হয়েছে আরও ২ জনের, মোট মৃত্যু ১১৭ জন।

 

নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৫০৬, বন্দর উপজেলায় ১৯৬, সিটি কর্পোরেশন এলাকায় ১৮৭৮, রূপগঞ্জ উপজেলায় ১০৩৯, সদর উপজেলায় ১২৫৫ ও সোনারগাঁও উপজেলায় ৪৬৯ জন। পুরো জেলায় ৫৩৪৩ জন।

 

এলাকা ভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে – আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ৬২, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় ২২, সোনারগাঁও উপজেলায় ১৬ জন। পুরো জেলায় ১১৭ জন।

 

এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৩৮৯, বন্দর উপজেলায় ১২০, সিটি কর্পোরেশন এলাকায় ১৩৮৫, রূপগঞ্জ উপজেলায় ৬৯৭, সদর উপজেলায় ১০১৭ ও সোনারগাঁও উপজেলায় ৩৩১ জন। পুরো জেলায় ৩৯৩৯ জন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com