লায়ন রকিব ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন মনোনীত
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: তরুণ সংগঠক লায়ন রকিব উদ্দিন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫এ৩, বাংলাদেশ এর ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন মনোনীত হয়েছেন। সম্প্রতি ক্লাবের তাকে এ সম্মানজনক পদের মর্যাদা দেয়।
এদিকে ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন মনোনীত তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সামাজিক সংগঠন-ধলেশ্বরীর তীরে ও সৈয়দ আলী সরদার-আজিরুন নেছা স্মৃতি ফাউন্ডেশন।
এক শুভেচ্ছা বার্তায় সংগঠন দু’টোর নেতারা তাকে শুভেচ্ছা জানিয়ে তার ভবিষ্যত সাফল্য কামনা করেন।
লায়ন মো: রকিব উদ্দিন ১৯৯৮ সালে লিওইজমে যোগদানের মাধ্যমে আন্তর্জাতিক এই সেবা সংগঠনের সাথে সম্পৃক্ত হন।তিনি নারায়ণগন্জ স্বর্ণালী লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, লিও জেলা ৩১৫ এ২ এর জেলা সচিব ও জেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ‘ধলেশ্বরীর তীরে’ সামাজিক সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।