৭টায় মার্কেট বন্ধ, ১০টার পরে বাইরে নয়
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনাকালে অব্যাহতভাবে সরকারের নির্দেশনা পরিবর্তন হচ্ছে। আগামী একমাসের জন্য নতুন করে আবারও বদলানো হয়েছে নিদের্শনা।
নতুন এই নির্দেশনায় বলা হয়েছে, বিপণিবিতান ও মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। এর আগে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল।
অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণরোধে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে না যাওয়ার সরকারি নির্দেশনাও পরিবর্তিত হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, কর্মস্থলে যাতায়াত, ওষুধ ক্রয়, চিকিৎসাসেবা, মরদেহ দাফন/সৎকার ইত্যাদি ছাড়া বাসস্থানের বাইরে যাওয়া যাবে না।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত দোকান-পাট, শপিংমলগুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।
মঙ্গলবার (৩০ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, হাট-বাজার, দোকানপাটে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহনগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। হাট-বাজার, দোকানপাট ও শপিংমলগুলো আবশ্যিকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।
করোনাকালে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী গত ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ছিল। পরে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খুলে দেয়া হয়, চালু করা হয় গণপরিবহন। পরে এই ব্যবস্থা ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়।