সিদ্ধিরগঞ্জে ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে বাস চালক গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে বাস চালক গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক কনস্টেবলকে মারধরের অভিযোগে রমজান (৪০) নামে এক বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ।
১ জুলাই বুধবার দুপুরে গ্রেফতারকৃত ঐ বাস চালককে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভুগী পুলিশ কনেস্টবলের দায়েরকৃত মামলায় আল আমিন ও ইমন নামে বাস চালকের আরো দুই সহযোগীকেও আসামী  করা হয়েছে। তবে তারা পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে ঢাকা থেকে নরসিংদীগামী মেঘালয় পরিবহন (ঢাকা মেট্রো-ভ ১১-৭১১৬) নামে একটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় রাস্তার মাঝখানে থামিয়ে যাত্রী উঠাচ্ছিলো। এতে মহাসড়কের এক পাশে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ কনস্টেবল চালককে বাসটি সরিয়ে নিতে বলে। এতে বাস চালক ক্ষিপ্ত হয়ে বাসের অপর দুই হেলপারসহ ঐ পুলিশ কনেষ্টবলকে গাড়ীতে থাকা কাঠের লাঠি দ্বারা আঘাত করলে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে সহকারী ট্রাফিক পুলিশ এবং আশেপাশের লোকজন বাস চালককে আটক করে। এসময় তার দুই সহযোগী আল-আমিন ও ইমন বাস চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় শাহজাহান মোল্লা বুধবার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (নং-১(৭)২০, তাং-১-৭-২০২০ ইং) দায়ের করে। ঐ মামলায় গ্রেফতার হওয়া বাসচালক রমজানকে ৫ দিনের রিমান্ড চেয়ে গতকাল বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, উক্ত ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটন এবং পলাতকদের গ্রেফতারের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে গ্রেফতারকৃত রমজানকে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভুগী পুলিশ কনস্টেবলের দায়েরকৃত মামলায় অপর দুই আসামী পলাতক রয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com