সরকার নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে’ নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: এ সরকার শ্রমিক বান্ধব সরকার না বলে মন্তব্য করেছেন জেলা শ্রমিক ফেডারেশনের নেতারা। তারা বলেছেন, নির্বাচনের আগে সরকার পাটজাত পণ্যের উন্নয়ণ ও বাজারজাত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা ভঙ্গ করেছে। কিন্তু এখন তারা পাটকল বন্ধ করে স্বেচ্ছারিতার ভূমিকা পালন করছে। যে পাটজাত শিল্প দেশের ভবিষ্যত সে শিল্পকেই তারা ধ্বংসের পায়তারা করছে। প্রতিশ্রুতি ভঙ্গকারী এ সরকার শ্রমিক বান্ধবও নয়।

‘সরকার নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছে’

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: এ সরকার শ্রমিক বান্ধব সরকার না বলে মন্তব্য করেছেন জেলা শ্রমিক ফেডারেশনের নেতারা। তারা বলেছেন, নির্বাচনের আগে সরকার পাটজাত পণ্যের উন্নয়ণ ও বাজারজাত করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা ভঙ্গ করেছে। কিন্তু এখন তারা পাটকল বন্ধ করে স্বেচ্ছারিতার ভূমিকা পালন করছে। যে পাটজাত শিল্প দেশের ভবিষ্যত সে শিল্পকেই তারা ধ্বংসের পায়তারা করছে। প্রতিশ্রুতি ভঙ্গকারী এ সরকার শ্রমিক বান্ধবও নয়।

 

 

পাাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে (১ জুলাই) বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

 

জেলা কমিটির আহবায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিমাংশু সাহা, জেলা সদস্য সচিব এইচ রবিউল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নাসির হোসেন প্রমুখ।

 

সমাবেশে সরকারের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে শ্রমিক ছাঁটাই না করে আধুনিক প্রযুক্তি সংযোজন এবং লুটপাট বন্ধের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত্ব পাটকল রক্ষার দাবি করেন নেতারা।

 

উপস্থিত বক্তারা আরও বলেন, বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন তারা আদমজী জুট মিলকে লোকসানী প্রতিষ্ঠান বানিয়ে তা বন্ধ করে দিয়েছিল। কিন্তু নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের সরকরা দাবি করা পাটকল বন্ধ করার ঘোষণা দিয়েছে। মানুষকে দেয়া ওয়াদা তারা ভঙ্গ করছে।

 

সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, যদি ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই পাটশিল্পকে যদি আবার দাঁড় করানো যায় তাহলে এই শিল্পটি লাভজনক একটি শিল্পপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com