না’গঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১, মৃত্যু নেই

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৫ হাজার ১৬৯ জন। নতুন করে কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ যাবত করোনায় মোট মৃত্যু হয়েছে ১১৪ জনের।
বুধবার (১ জুলাই) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে।
মঙ্গলবার (৩০ জুন) সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫১৪৮ জন। মোট সুস্থ সংখ্যা ছিল ২৯৬২ জন। মোট মৃত্যু ১১৪।
বুধবার (১ জুলাই) স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টায় (৩০ জুন সকাল ৮টা হতে ১ জুলাই সকাল ৮টা পর্যন্ত)- এ জেলায় ৩৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট নমুনা সংগ্রহ হলো ২৫৫৬১জনের। নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ২১ জন, মোট আক্রান্ত ৫১৬৯ জন। নতুন করে সুস্থ ৬১২, মোট সুস্থ ৩৫৭৪ জন। মোট মৃত্যু ১১৪ জনের।
নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৪৮৩, বন্দর উপজেলায় ১৮১, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ১৮২৪, রূপগঞ্জ উপজেলায় ১০১৬, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১২১২ ও সোনারগাঁও উপজেলায় ৪৫৩ জন। পুরো জেলায় ৫১৬৯ জন।
এলাকা ভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে – আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি কর্পোরেশন এলাকায় ৬১, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২২, সোনারগাঁও উপজেলায় ১৪ জন। পুরো জেলায় ১১৪ জন।
এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো- আড়াইহাজার উপজেলায় ৩৬৫, বন্দর উপজেলায় ১১৭, সিটি কর্পোরেশন এলাকায় ১২৪৫, রূপগঞ্জ উপজেলায় ৫৪০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৯৯২ ও সোনারগাঁও উপজেলায় ৪৫৩ জন। পুরো জেলায় ৩৫৭৪ জন।