ফতুল্লায় যাত্রা শুরু করল মি: সিজার্স

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সৌখিন ব্যক্তিদের সূলভ মূল্যে মানসম্পন্ন গ্রাহক সেবার প্রত্যয় নিয়ে ফতুল্লায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মি: সিজার্স জেন্টস পার্লার।
প্রশিক্ষনপ্রাপ্ত অভিজ্ঞ কর্মচারী দ্বারা পরিচালিত সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক মানের সব সেবা নিয়ে ফতুল্লা রেলস্টেশন উকিলবাড়ি মোড়, মালেক মাদবর সুপার মার্কেট (২) এর দ্বিতীয় তলায় এই জেন্টস পার্লারের শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) বিকালে পার্লারের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফরিদ হোসেন ফহিম। এর আগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন-মালেক মাদবর সুপার মার্কেট (২) এর সত্বাধিকারী শেখ মোঃ সেলিম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য সায়েক শহীদ রেজা, শেখ মোঃ শাহীন, আব্দুল কুদ্দুস, ফরহাদ চৌধুরী, মোঃ সবুজ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।