না’গঞ্জে চঞ্চল হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

না’গঞ্জে চঞ্চল হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  শহরের ২ নম্বর বাবুরাইল এলাকার নিহত চঞ্চল হত্যার প্রধান আসামি এবং মাদক ব্যবসায়ী আরবের ফাসির দাবীতে মানব বন্ধন করেছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেখানে স্ত্রী ময়না, দুই সন্তান সহ এলাকাবাসী চঞ্চল হত্যার সাথে জরিত মিরাজ হোসেন, আনোয়ার হোসেনের গ্রেপ্তারের দাবী জানান।

চঞ্চলের ভাই বলেন, আমার ভাই সব সময় মাদকের বিরুদ্ধে কথা বলতেন। এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত মিরাজ, আনোয়ার সহ বেশ ইমতিসানা মাহমুদ সহ বেশ কয়েকজন। তাদের কাছে বাধা দেওয়ায় তারা আমার ভাইকে হত্যা করেন। মেরে গুরুত্বর আহত করে, আহত অবস্থায় আমরা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই মারা যায়।

নিহতের স্ত্রী ময়না বলেন, আমার ছোট দুইটা বাচ্চা বাবা হারিয়ে এতিম। তারা আর কোনদিন বাবার আদর পাবে না। আমি আমার সন্তানদের বাবার হত্যাকারীর বিচার চাই।

 

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত চঞ্চলের বড় ভাই আবুল কালাম, ফারুক হাওলাদার, বিল্লাল, বাবুল, রহমান প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com