না’গঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ২ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৫ হাজার ৩৪৩ জন। মৃত্যু হয়েছে ১১৭ জনের।

না’গঞ্জে একদিনেই রেকর্ডসংখ্যক ৪৯১ জন সুস্থ

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনাকালে নারায়ণগঞ্জে একদিনে সর্বোচ্চ ৪৯১ জন সুস্থ হয়েছেন। যা এ যাবতকালে রেকর্ড সংখ্যক। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাড়াঁলো ২৯৬২ জনে।

 

নতুন আরও ৪৯১সহ এলাকা ভিত্তিক মোট সুস্থের সংখ্যা – আড়াইহাজার উপজেলায় ৩৩৫, বন্দর উপজেলায় ৮৫, সিটি করপোরেশন(এনসিসি) এলাকায় ১১০৯, রূপগঞ্জ উপজেলায় ৩৫৮, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৮৫৫ ও সোনারগাঁও উপজেলায় ২২০ জন। পুরো জেলায় ২৯৬২ জন।

 

সোমবার (২৯ জুন) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে।

 

প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় এ জেলায় ৪৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট নমুনা সংগ্রহ হলো ২৪৭৮০জনের। নতুন ভাবে আক্রান্ত হয়েছেন ৭০ জন, মোট আক্রান্ত ৫০৯১ জন। নতুন করে ১ জনের মৃত্যুসহ, মোট মৃত্যু ১১৪ জন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com