আলোচিত ‘আলোকিত কাশীপুর’ প্রতিষ্ঠাবার্ষিকী আজ ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনাকালে আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক ফেইসবুক গ্রুপ-আলোকিত কাশীপুর’র প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ৫ বছর পেরিয়ে ৬-এ পা রাখছে অনলাইন এ প্লাটফর্মটি।

আলোচিত ‘আলোকিত কাশীপুর’র প্রতিষ্ঠাবার্ষিকী আজ

 

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনাকালে আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক ফেইসবুক গ্রুপ-আলোকিত কাশীপুর’র প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ৫ বছর পেরিয়ে ৬-এ পা রাখছে অনলাইন এ প্লাটফর্মটি।

 

‘অপরূপ কাশীপুরের অনন্য মহিমা রাখিবো সমুন্নত’- স্লোগানকে সামনে নিয়ে ২০১৫ সালের এই দিনে যাত্রা শুরু হয় গ্রুপটির। আস্তে আস্তে বাড়তে থাকে গ্রুপে সদস্য সংখ্যা। একপর্যায়ে ভার্চুয়াল জগত থেকে বেরিয়ে এসে সামাজিক কাজে মনোনিবেশ করে এ অনলাইন প্লাটফর্মের সদস্যরা।

 

এডমিন প্যানেলের কয়েকজন নিবেদিতপ্রাণ তরুণ সমাজকর্মী গ্রুপটিতে খুব দ্রুতই এগিয়ে নিয়ে গেছেন।

 

সামাজিক কাজের মাধ্যমে প্রশংসিত হতে থাকে আলোকিত কাশীপুর। কিন্তু করোনাকালে এ সংগঠনটি এ ইউনিয়নে ব্যাপক আলোচিত হয়ে উঠে। প্রায় ১৫ লাখ টাকা ত্রাণ সামগ্রীসহ অন্যান্য ত্রাণ ও মানুষের সেবার মাধ্যমে দল-মত নির্বিশেষে সকলের প্রিয় হয়ে উঠে।

 

প্রায় ১১ হাজার সদস্যের পরিবার এখন আলোকিত কাশীপুর।

 

গ্রুপটির এডমিন শহীদুল ইসলাম খাঁ প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে বলেন, ‘আলোকিত কাশীপু’- এখন কাশীপুরের সবচাইতে বড় জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম। ২ জন মানুষ নিয়ে শুরু করা এটি এখন এই ইউনিয়নের সবচাইতে বড় পরিবার। ৫ বছরের এই দীর্ঘ পথচলায় অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। এটাই আমাদের অর্জন। ভুলভ্রান্তিও কম ছিল না। অনেক মানুষের পরামর্শ, সাহায্য, সমর্থন ছাড়া আমাদের এই অর্জন সম্ভব ছিল না। রাজনীতিবিদ, সাংবাদিক, প্রবাসী, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশাজীবি, ব্যবসায়ী, সমাজসেবক সহ সকল শ্রেণীর মানুষের আস্থা ও ভালবাসায় আমাদের আজকের এই অবস্থান।

 

এ ক’বছরে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, ক্যান্সারে আক্রান্ত আলিফের চিকিৎসা তহবিল, শীতবস্ত্র বিতরণ, ব্লাড ও মেডিকেল ক্যাম্প করা, করোনায় মাস্ক, লিফলেট, ও হ্যান্ড স্যানাটাইজার বিতরণ, জীবানুনাশক ছিটানো, ত্রাণ বিতরণ, মশা নিধন কার্যক্রম, লক ডাউনে হোম ডেলিভারি সার্ভিস প্রদান, চিকিৎসা সহায়তা প্রদান, করোনা উপসর্গ নিয়ে মৃতের লাশ গোসল ও দাফন, ঈদ সামগ্রী বিতরণ করে আলোকিত এ ইউনিয়নের অন্যান্য যে কোন সংগঠনের চেয়ে এখন শক্তিশালী ও তারুণনির্ভর প্লাটফর্ম।

 

 

প্রতিষ্ঠাবার্ষিকী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এডমিনগণ ও মডারেটরা।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com