আড়াইহাজারে নারীসহ পরিবারের তিন ব্যক্তিকে কুপিয়ে জখম

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের কারনে নারীসহ পরিবারের তিনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক করা হয়েছে। আহতরা হলেন আলমগীর হোসেন, তার বৃদ্ধ বাবা আহমদ আলী ও বোন সেলিনা। আহতদের মধ্যে আহমদ আলীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
শুক্রবার(২৬জুন) সকালের দিকে ব্রাহ্মন্দী ইউনিয়নের ষাড়পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত আলমগীর হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মৃত সামেদ আলীর ছেলে শাহ আলম ও তার লোকজন দা, ছুরি ও লাঠিসোটা নিয়ে বাড়ির পাশেই তাকে একা পেয়ে অর্তর্কিত হামলা চালায়। এ সময় তার ডাক-চিৎকারে তার বৃদ্ধ বাবা আহমদ আলী ও বোন সেলিনা তাকে রক্ষা করতে এগিয়ে আসে। ঔ সময় তাদের ওপরও হামলা চালানো হয়। এ সময় হামলাকারীদের এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাতে পরিবারের তিনজন রক্তাক্ত জখম হয়েছেন।
তিনি আরো বলেন, এ সময় তার বোন সেলিনাকে বিবস্ত্র করে শ্লিলতাহানি করা হয়। এদিকে অভিযুক্ত শাহ আলম তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বা আমার পরিবারের কোনো লোকই কারোর ওপর হামলা করেনি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
আড়াইহাজার থানার ওসি বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়াগেছে।
তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।